Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের অর্থ জব্দ, দম্পতি গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১৫ পিএম

অর্থ চুরির অভিযোগে নিউইয়র্কের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি করা ক্রিপ্টোকারেন্সি তহবিলে ৪৫০ কোটি ডলার পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা একে ‘অধিদপ্তরের এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক জব্দ’ বলে অভিহিত করেছেন। তারা সেই তহবিলের মধ্যে ৩৬০ কোটি ডলার বাজেয়াপ্ত করেছে৷

অভিযুক্তরা হলেন ইলিয়া লিচটেনস্টাইন (৩৪) এবং তার স্ত্রী হিদার মরগান (৩১)। ২০১৬ সালে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিটফাইনেক্সের একটি বিশাল হ্যাক করে নেওয়া অর্থ পাচারের চেষ্টা করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০১৬ সালের ঘটনায় সাত কোটি ১০ লাখ ডলারের বিটকয়েন চুরি করেছিল হ্যাকাররা৷ হ্যাক করে অর্থ লোপাট ও তা পাচারের চেষ্টার অভিযোগে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে৷

কর্তৃপক্ষ মনে করছে, ২০১৬ সালে বিটফিনেক্স ভার্চুয়েল মুদ্রায় যে বিপুল পরিমান অর্থ লোপাট করা হয়েছিল, মঙ্গলবার জব্দ করা অর্থের তার সঙ্গে সম্পর্ক রয়েছে৷ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, ম্যানহাটানে গ্রেপ্তার হওয়া দম্প্ততির বিরুদ্ধে চুরি করা অর্থ অতি উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাচার এবং সেই অর্থ লেনদেন গোপন করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে৷

২০১৬ সালের সেই ঘটনায় সাত কোটি ১০ লাখ ডলার মূল্যমানের বিটকয়েন চুরি করেছিল হ্যাকাররা৷ সেই অর্থের ‘মূল্য' বেড়ে এখন ৪৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে৷ সূত্র: সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ