Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২২ পিএম

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পিসিবির ঘোষিত ১৬ সদস্যের মূল স্কোয়াডে জায়গা পায়নি সাবেক অধিনায়ক অভিজ্ঞ সরফরাজ আহমেদ, তরুণ পেসার নাসিম শাহ এবং অভিজ্ঞ লেগ স্পিনার ইয়াসির শাহ। অবশ্য তাদের রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে।

অনেক নাটকের পর দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকে মোকাবিলা করতে হবে বাবর আজমদের। অ্যাশেজজয়ী অস্ট্রেলিয়ার সামনে নিশ্চিতভাবেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্বাগতিক পাকিস্তানকে।

পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৪-৮ মার্চ প্রথম টেস্ট খেলা হবে রাওয়ালপিন্ডিতে। পরের দু’টি টেস্ট আয়োজিত হবে যথাক্রমে করাচি ও লাহোরে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১২ মার্চ। তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ।

পাকিস্তানের টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, সাজিদ খান, সউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ। রিজার্ভ: কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।

অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ–অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, নাথান লায়ন, উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, স্কট বোলান্ড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, মাইকেল নেসের, মিচেল সুইপসন, অ্যাশটন অ্যাগার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ