Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুন:তদন্ত ও প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

সাবেক মেয়র লোকমান হত্যাকান্ড

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : নরসিংদী পৌরসভার সাবেক মেয়র মরহুম লোকমান হোসেনের খুনীদের বিচারের দাবিতে গতকাল বুধবার ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদ। নরসিংদী জেলখানা মোড় থেকে ব্রাহ্মন্দী শিক্ষাচত্বর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার লম্বা এই মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবি, চিকিৎসক, স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী পৌরসভার বর্তমান মেয়র ও সাবেক মেয়র মরহুম লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান কামরুল, নিহত লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বুবলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ সূর্য্যকান্ত দাস, সাধারণ সম্পাদক দীপক সাহা, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা রঞ্জিত কুমার সাহা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মুশফিকুর রহমান আঙ্গুর, প্যানেল মেয়র রিপন সরকার, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগন মরহুম সাবেক মেয়র লোকমান হোসেন হত্যামামলার পুন:তদন্ত এবং প্রকৃত খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন ২০১১ সালের ১ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুস্কৃতিকারীদের গুলিতে নির্মমভাবে নিহত হন। তার ৫ম মৃত্যুবাষির্কী উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচির গতকাল বুধবার ছিল দ্বিতীয় দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুন:তদন্ত ও প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ