Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার ঐতিহ্যবাহী ভেন্যুতে টেস্ট ও ওয়ানডে

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

টেস্ট সিরিজ খেলতে আগে তিনবার দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও সেখানকার মূল টেস্ট ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সামান্যই হয়েছে বাংলাদেশের। এবার সেই সুযোগ হচ্ছে ভালোভাবেই। আগামী মার্চ-এপ্রিলে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ডারবান ও পোর্ট এলিজাবেথে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ এই সিরিজের সূচি নিশ্চিত হয়েছিল গত সেপ্টেম্বর মাসেই। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভেন্যুও নিশ্চিত করল সিএসএ। প্রায় ৫ সপ্তাহের সফরে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ। শুধু টেস্ট নয়, ওয়ানডে সিরিজও এবার হবে দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী ও মূল ভেন্যুগুলোতে।
১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু মাঠের লড়াই। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে আবার সেঞ্চুরিয়নে। সব ম্যাচই দিবা-রাত্রির। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ। সেঞ্চুরিয়নে বাংলাদেশ ওয়ানডে খেলবে এই প্রথমবার। জোহানেবার্গে একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিল তারা সেই ২০০৩ বিশ্বকাপে। কেনিয়ার বিপক্ষে হেরেছিল সেই ম্যাচ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৩১ মার্চ। ডারবানের কিংসমিডে হবে প্রথম ম্যাচ। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্ট ৮ এপ্রিল থেকে। এখন অবশ্য এই শহরের নাম বদলে রাখা হয়েছে গেবেখা। ১৮৯৯ সালে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম টেস্ট ম্যাচটি খেলেছিল এই সেন্ট জর্জেস পার্কেই। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আগের ৩ সফরে মূল ভেন্যুগুলোর মধ্যে কেবল সেঞ্চুরিয়নেই একটি টেস্ট খেলতে পেরেছিল বাংলাদেশ ২০০৮ সালে। বাকি ম্যাচগুলি ছিল দুটি করে বøুমফন্টেইন ও পচেফস্ট্রুমে, একটি ইস্ট লন্ডনে। এবার দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ টেস্ট ও ১৩ ওয়ানডে খেলে কোনো ম্যাচ জয়ের স্বাদ এখনও পায়নি বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো এবারও কি সেই খরা ঘুঁচবে!
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি
তারিখ ম্যাচ ভেন্যু
১৮ মার্চ ১ম ওয়ানডে সেঞ্চুরিয়ন
২০ মার্চ ২য় ওয়ানডে জোহানেসবার্গ
২৩ মার্চ ৩য় ওয়ানডে সেঞ্চুরিয়ন
৩১ মার্চ-৪ এপ্রিল ১ম টেস্ট ডারবান
৮-১২ এপ্রিল ২য় টেস্ট পোর্ট এলিজাবেথ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ