Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রউফের আরেকটি সুযোগ, ফিরলেন মাসুদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

সাদা বলের দুই সংস্করণে পাকিস্তান দলে নিয়মিত হয়ে উঠছেন হারিস রউফ। টেস্ট দলে আগে ডাক পেলেও এই আঙিনায় এখনও পা রাখতে পারেননি ডানহাতি পেসার। সম্ভাবনা জেগেছে আরও একবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন তিনি। ফিরেছেন ওপেনার শান মাসুদ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের এই সিরিজের জন্য আগের দিনই পূর্ণ শক্তির দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। একদিন বাদে গতকাল পাকিস্তানও দিয়েছে শক্তিশালী ১৬ জনের দল। দুই যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলতে যাচ্ছে দেশটি।
২০২০ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হয় রউফের। গত বছর টেস্টের পথচলা শুরুর দিকে এক ধাপ এগিয়েও যান তিনি। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে তাকে রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। পাকিস্তানের হয়ে ৮ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলা এই পেসারের সামনে আবারও টেস্ট অভিষেকের হাতছানি।
আবিদ আলির অনুপস্থিতিতে দলে ফিরেছেন গত বছর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে সবশেষ টেস্ট খেলা মাসুদ। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৫ টেস্ট খেলে ৪ সেঞ্চুরিতে এক হাজার ৩৭৮ রান করেছেন ৩২ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান। গত ডিসেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আবিদ। পরে দুটি এনজিওপ্লাস্টি করানো হয় তার। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পাকিস্তানের সবশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়ানো ৩৪ বছর বয়সী এই ওপেনার। ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন বিলাল আসিফ। বাংলাদেশ সফরের দলে থাকলেও দুই টেস্টের একটিও খেলা হয়নি তার।
মূল স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও তরুণ পেসার নাসিম শাহর। মূল দলে জায়গা হয়নি অভিজ্ঞ ইয়াসির শাহেরও। এ তিন তারকার সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে কামরান গুলাম আর মোহাম্মদ আব্বাসকেও।
দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, টেস্ট দলে ডাক পাওয়া যে ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন না, তারা আগামী বুধবার করাচি জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।
অস্ট্রেলিয়া-পাকিস্তানের লড়াই শুরু ৪ মার্চ, রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে। লাল বলের পরের দুই ম্যাচ শুরু ১২ মার্চ করাচিতে ও ২১ মার্চ লাহোরে। এরপর তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।

পাকিস্তান টেস্ট দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নুমান আলি, সাজ্জাদ খান, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, জাহিদ মাহমুদ। রিজার্ভ : কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ