Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে করোনায় আক্রান্ত বায়ার্নের মুসিয়ালা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১২ পিএম | আপডেট : ১০:৫২ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২২

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আরও একটি দুঃসংবাদ পেল বায়ার্ন মিউনিখের। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মিডফিল্ডার জামাল মুসিয়ালা। মঙ্গলবার থেকে অনুশীলনে অনুপস্থিত মুসিয়ালা। বুধবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান চ্যাম্পিয়নরা।

অবশ্য মুসিয়ালা এখন আইসোলেশনে থাকবেন। আগামী শনিবার বোহোমের বিপক্ষে ম্যাচ ছাড়াও ১৮ বছর বয়সী এই ফুটবলার মিস করবেন আগামী ১৭ ফেব্রুয়ারি সালসবুর্কের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচও।

২০২১-২২ মৌসুমে বায়ার্নের হয়ে মুসিয়ালা সরাসরি ১০টি গোলে অবদান রেখেছেন। নিজেও করেছেন ছয়টি। মৌসুমের বিভিন্ন সময়ে কোভিড সংক্রান্ত কারণে খেলোয়াড় হারালেও তা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন কোচ ইউলিয়ান নাগেলসমান। বছরের শুরুতে মূল দলের ৯ জন খেলোয়াড় ছাড়া খেলতে হয়েছিল বায়ার্নকে।

দেখার বিষয় হবে এবার মুসিয়ালার মতো কার্যকর একজন খেলোয়াড়ের শূন্যতা কীভাবে পূরণ করবেন তিনি। আগামী কয়েক ম্যাচে দলের মূল গোলরক্ষক মানুয়েল নয়ারকেও পাবে না বায়ার্ন। হাঁটুর অস্ত্রোপচারের কারণে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই জার্মান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ