Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমারা ইউক্রেনকে উসকানি দিচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনকে উসকানি দেওয়ার অভিযোগ করেছে রাশিয়া। মঙ্গলবার মস্কোতে এক নিয়মিত ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের ফলে এ অঞ্চলে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি কিভাবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে তাদের বাহিনী পাঠাচ্ছে, অস্ত্র বোঝাই উড়োজাহাজ পাঠাচ্ছে, সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। ইউক্রেন এখন নতুন করে হাতে পাওয়া এসব সামরিক সরঞ্জাম পরীক্ষা নিরীক্ষা করছে। ক্রেমলিনের মুখপাত্র বলেন, এসব ঘটনা অবশ্যই উত্তেজনার নতুন নতুন বাঁক উস্কে দেয়। ফলে এই মুহ‚র্তে উত্তেজনা প্রশমনের প্রয়োজন রয়েছে। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিতে অনীহারও অভিযোগ করেন দিমিত্রি পেসকভ। তাদের এমন অনীহাকে উত্তেজনা নিরসনে প্রতিবন্ধকতা হিসেবে আখ্যায়িত করেন তিনি। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ