Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনুষ্ঠানিক ক্ষমা চাইল অস্ট্রেলিয়ার পার্লামেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ভেতরে মন্ত্রীর দপ্তরে ২০১৯ সালে সহকর্মী দ্বারা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করা সাবেক এক নারী কর্মীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ব্রিটানি হিগিন্সের অভিযোগ এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গে যে আচরণ করেছিলেন, সে ব্যাপারে সংসদীয় কর্মক্ষেত্রের সংস্কৃতি নিয়ে ব্যাপক পর্যালোচনার পর এটি করা হলো। মঙ্গলবার পার্লামেন্টে ক্ষমা চাওয়া হয় ব্রিটানি ছাড়াও অন্য যারা সেখানে যৌন অসদাচরণ বা নিপীড়নের শিকার হয়েছেন, সবার কাছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন এর আগেও তার প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা প্রত্যক্ষ করার জন্য ব্রিটানি হিগিন্স হাউস অব রিপ্রেজেন্টেটিভস পাবলিক গ্যালারিতে বসেছিলেন। বিরোধীদলীয় নেতা এবং অন্যান্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান মরিসন। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ