Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোয়ায় বিক্ষোভ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

কানাডার অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা সত্তে¡ও বিক্ষোভ অব্যাহত রেখেছে ট্রাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে ১ হাজার ৮০০ অতিরিক্ত পুলিশ পাঠানোর অনুরোধ জানিয়েছেন সিটি মেয়র। অটোয়া পুলিশ বলছে, জরুরি অবস্থা সত্তে¡ও বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করছেন এবং পরিস্থিতি বেশ অস্থিতিশীল। কভিডের টিকা না নিয়েও গাড়ি চালানোর সুযোগের দাবিতে গত দু’সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে আসছে ট্রাক শ্রমিকরা। বিক্ষোভ ইস্যুতে ৮০টিরও বেশি ফৌজদারি তদন্ত চলছে বলে জানায় পুলিশ। কয়েক হাজার বিক্ষোভকারীদের মধ্যে ডজনখানেক গ্রেফতার করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নগর কর্তৃপক্ষকে আশ্বস্থ করেছেন, তিনি যেকোন সহায়তার জন্য প্রস্তুত। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ