মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের হামলা
সিরিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তারা। ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া থেকে ইসরাইলের দিকে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর মধ্য ইসরাইলের উম আল-ফাহম শহরে সাইরেন বেজে উঠে। বিবৃতিতে বলা হয়েছে, কোনও প্রতিবন্ধকতা ছাড়াই ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, রাতে সিরিয়া থেকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাব দেওয়া
হয়েছে। আনাদোলু।
কলম্বিয়ায় নিহত ১৪
ভারী বৃষ্টিপাতের কারণে ভ‚মিধসে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ডস্কেব্রাদাস এলাকায় অন্তত ১৪ নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। মঙ্গলবার হঠাৎ করেই ভ‚মিধস শুরু হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। কাদামাটির নিচে আরও কেউ চাপা রয়েছে কি না তা অনুসন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিটের তরফ থেকে (ইউএনজিআরডি) টুইট বার্তায় জানানো হয়, ভ‚মিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। দুর্যোগের কবলে পড়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন একজন। আল-জাজিরা।
যুদ্ধের প্রস্তুতি নিতে
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ ঘনিয়ে আসছে ইসরাইলের। এমনটাই বিশ্বাস করেন ইসরাইলি কর্মকর্তারা। এ জন্য নিজেদের প্রস্তুত করতে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে দেশটি। ইসরাইলি গণমাধ্যমগুলো বলছে, এই মহড়ার আসল উদ্দেশ্য হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পূর্বেই নিজেদের সক্ষমতা চ‚ড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। হেজবুল্লাহের কথা মাথায় রেখে ৫ দিনব্যাপী সামরিক মহড়া করেছে ইসরাইলি সেনাবাহিনী। গোলান হাইটসে এর আগে তিন মাসজুড়ে প্রশিক্ষণ নেন ইসরাইলি সেনারা। জেরুজালেম পোস্ট।
টয়োটার লাভ
করোনা মহামারির মধ্যেই রেকর্ড পরিমাণ লাভ করেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট লাভ হয়েছে দুই হাজার কোটি ডলার। যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানটি নয় মাসে আয় করেছে ২৩ লাখ কোটি ইয়েন (জাপানি মুদ্রা)। যা এক বছরের আগের তুলনায় ১৯ শতাংশ বেশি। অন্যদিকে টয়োটার অপারেটিং মুনাফা ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আড়াই লাখ কোটি ইয়েনে। নিক্কেই এশিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।