নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় খেলার আয়োজন খুব কমই হয়। এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম তায়কোয়ান্ডো ফেডারেশন। ছাত্র-ছাত্রীদের নিয়ে তারা নিয়মিত আয়োজন করে থাকে নানা প্রতিযোগিতা। এবার বিভিন্ন জেলা শহরের ২২টি স্কুল ও কলেজের প্রায় সাড়ে তিনশ’ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই ফেডারেশন আয়োজন করছে জাতীয় স্কুল ও কলেজ তায়কোয়ান্ডো প্রতিযোগিতা। তিন দিনব্যাপী টুর্নামেন্টটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তায়কোয়ান্ডো ফেডারেশনের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মোর্শেদ কামাল ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডনসহ অন্যান্য কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।