Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু আলোচনার মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০২ পিএম

দীর্ঘদিন স্থগিত থাকার পর ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ আলোচনা পুনরায় শুরুর মাত্র একদিন পরই এই ঘটনা ঘটল। আজ বুধবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১ হাজার ৪৫০ কিলোমিটার পাল্লার এক নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। বিশ্লেষকদের ধারণা ইরানের কাছে ২ হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েল ও ইরানের আশপাশের মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে নতুন সারফেস-টু-সারফেস এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘খেইবার শেকান’। এটি আরব উপদ্বীপের হেজাজ অঞ্চলের খাইবার শেকান নামে এক মরূদ্যানের নামে করা। একসময়ে ইহুদি মালিকানাধীন এই মরূদ্যানটি ৭ম শতকে মুসলমানদের দখলে আসে।
এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি) অভ্যন্তরীণভাবে তৈরি করেছে। কঠিন জ্বালানিতে পরিচালিত এই ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু ভেদের মাত্রা প্রায় নির্ভুল এবং এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম।’
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি আইআরজিসি ঘাঁটিতে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে।’
তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য প্রতিপক্ষকে মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। তারা ক্ষেপণাস্ত্র বন্ধে পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছে। সূত্র : পার্সটুডে

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ