বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিন দিন করোনার সংক্রমণ বাড়ছে।কয়েক দিনেই করোনায় নারায়ণগঞ্জে আক্রান্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৪৩জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ২৯ হাজার ৭শ’ ৯৭জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩১জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
৮ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৬শ’ ১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ২ লাখ ২৬হাজার ৫শ’ ৬১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ১০জন, বন্দরে ২জন, এনসিসি এলাকায় ৫জন, রূপগঞ্জে ১৪জন, সদর উপজেলায় ৪জন, সোনারগাঁও এলাকায় ৮জন আক্রান্ত হয়েছ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।