বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদের সি৩ (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষার প্রশ্নে উত্তরপত্র চিহ্নিত থাকার অভিযোগের পর অনুষদটির মৌখিক পরীক্ষা স্থগিত করলো বিশ^বিদ্যালয় প্রশাসন। গতকাল (বুধবার) বিকেলে ভর্তি ইউনিট পরীক্ষা কমিটির সভায় মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘যেহেতু বিভিন্ন পত্রিকায় বাণিজ্য অনুষদের বিজ্ঞান শাখার প্রশ্নে ত্রুটির ব্যাপারে খবর ছাপা হয়েছে তাই আমি অনুষদটির সাক্ষাৎকার স্থগিত করার নির্দেশ দিয়েছি এবং আজ (বৃহষ্পতিবার) বাণিজ্য অনুষদের ইউনিট ভর্তি কমিটিকে একটি প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাবার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে ইউনিট ভর্তি কমিটির সভাপতি প্রফেসর. ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, গতকাল (বুধবার) আমাদের ইউনিট কমিটির বৈঠকে প্রশ্নপত্রের উত্তর ঝাপসা থাকার অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করা হয়েছে। ভিসির নির্দেশে মৌখিক পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে চবি শিক্ষক সমিতির সভাপতি ও ড. এ এফ এম আওরঙ্গোজেব বলেন, ‘প্রশ্নপত্র তৈরীতে আমাদের কারিগরি কোনো ত্রুটি আছে কিনা তা আমরা যাচাই করে দেখবো। এ জন্য প্রশ্নপত্র তৈরীর গোপনীয় শাখাকে আমরা একটি প্রতিবেদন দিতে বলেছি। এর ভিত্তিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।