Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিগ্রহের অভিযোগ প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

কড়া নজরদারির মধ্যে এক ফরাসি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন চীনা টেনিস তারকা পেং সুয়াই। সেখানেই যৌন নিগ্রহের অভিযোগের কথা অস্বীকার করেছেন তিনি।
গত নভেম্বর মাসে এক চীনা টেনিস প্রশাসকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন পেং সুয়াই। চীনের সোশ্যাল নেটওয়ার্কে অভিযোগ পোস্ট করেছিলেন তিনি। যদিও পোস্টের কয়েকঘণ্টার মধ্যেই লেখাটি সমাজমাধ্যম থেকে তুলে নেয়া হয়। জানা যায়নি, পেং নিজেই সে কাজ করেছেন, না কি সমাজিক যোগাযোগ মাধ্যম তার ওই পোস্ট ব্লক করে দিয়েছিল। এরপর প্রায় তিনমাস কার্যত বেপাত্তা ছিলেন পেং। সম্প্রতি এক ফরাসি সংবাদমাধ্যমের সঙ্গে ফের তার যোগাযোগ হয়। তাদের সাক্ষাৎকার দিতে রাজি হন তিনি। সেখানেই তিনি বলেছেন, ‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল। তিনি কারও বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেননি।

পেং জানিয়েছেন, ওই পোস্টে কারও বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তিনি করতে চাননি। সকলের বুঝতে ভুল হয়েছিল। সে কারণেই পোস্টটি ডিলিট করা হয়েছিল। এরপর বহু মানুষ তাকে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু সকলের মেসেজ এবং মেলের উত্তর তার পক্ষে দেয়া সম্ভব হয়নি। কাছের বন্ধুদের সঙ্গে বরাবরই তার যোগাযোগ ছিল। ফলে বেপাত্তা হয়ে যাওয়ার বিষয়টিও ঠিক নয়। পেং জানিয়ে দিয়েছেন, আর তিনি টেনিস খেলবেন না। টুর্নামেন্টে যোগ দেবেন না। তিনি অবসর নিচ্ছেন। সূত্র : এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ