Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে র‌্যাবের অভিযান দেড় লাখ টাকা মূল্যের গাঁজা গাছ জব্দ

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : জেলার বাগাতিপাড়ার চিথলিয়া গ্রামের ভিটাপাড়া থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের গাঁজা গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও র‌্যাব-৫। জানা যায়, গতকাল বুধবার বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও র‌্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে চিথলিয়া গ্রামের ভিটাপাড়া এলাকার দেদার বক্স ম-লের ছেলে আহসান ওরফে আশকান আলীর নিজ জমি থেকে ১২টি গাঁজাসহ গাছ উদ্ধার করে। র‌্যাব-৫ এর এএসপি সিদ্দিকুর রহমান ও ডিএডি রেজাউল বারীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আশকান আলী অভিযানের আগেই সটকে পড়েন। পরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদের ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত প্রায় এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের গাঁজাসহ গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোরে র‌্যাবের অভিযান দেড় লাখ টাকা মূল্যের গাঁজা গাছ জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ