Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসি গঠনে এখন পর্যন্ত ৩০ জনের নাম পেয়েছে কমিটি : মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৯:২২ পিএম

নির্বাচন কমিশন (ইসি) গঠনে এখন পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ৩০ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন সার্চ কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় দফার বৈঠক শেষে এ কথা সাংবাদিকদের জানান তিনি। সচিব আরও জানান যে, রাজনৈতিক দলগুলোর কাছে নামের তালিকা চেয়ে চিঠি পাঠাবে সার্চ কমিটি।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ৬০ থেকে ৬৫ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করবে কমিটি। শনি ও রবিবার এসব বিশিষ্ট নাগরিকের সঙ্গে এই বৈঠক হবে। এদিন বিকাল ৪টার পর ওই বৈঠকে বসে সার্চ কমিটি। বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকের পর ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গেও বৈঠকে বসবে সার্চ কমিটি। এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠক করে সার্চ কমিটি।

কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ