মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন সংকট এড়াতে বিশ্বব্যাপী তৎপরতার মাঝেই আরও একটি গুরুত্বপূর্ণ ক‚টনৈতিক উদ্যোগ শুরু হচ্ছে। ভিয়েনায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে সম্ভবত চ‚ড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে। সেই প্রচেষ্টা বিফল হলে ইরানের হাতে পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের পরমাণু চুক্তি পুনরুদ্ধার করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নতুন করে আলোচনা বসছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে ইরানের প্রতিনিধিরা গত মাসের শেষেও মিলিত হয়েছিলেন বটে, কিন্তু সে যাত্রায় বিশেষ অগ্রগতি হয় নি। কিন্তু সব পক্ষের সম্মতিসহ ২০১৫ সালের পরমাণু চুক্তি আবার কার্যকর করার ক্ষেত্রে স¤প্রতি কিছু ইতিবাচক ইঙ্গিতের পর আবার সংলাপ শুরু হচ্ছে। এমনকি মার্কিন প্রশাসনও আশার আলো দেখছে। যদিও গত বছর থেকে আলোচনা প্রক্রিয়ায় সে দেশ পরোক্ষভাবে অংশ নিচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের মতে, সব পক্ষের সংশয় দূর করে চুক্তির সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল হয়ে উঠেছে। কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ‚ড়ান্ত বোঝাপড়া সম্ভব না হলে আমেরিকার পক্ষে ২০১৫ সালের জেসিপিওএ চুক্তির কাঠামোয় ফেরা অসম্ভব হয়ে উঠবে। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করেছিলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মঙ্গলবারের আলোচনায় মার্কিন প্রশাসনের কিছু জবাবের উপর বোঝাপড়া নির্ভর করবে। তার মতে, ভিয়েনায় আলোচনার বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। এমনকি নতুন মার্কিন প্রশাসন আবার চুক্তি বাতিল না করার গ্যারেন্টিও দিয়েছে। ডিপিএ, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।