Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১১ পিএম

ইউক্রেন সংকট এড়াতে বিশ্বব্যাপী তৎপরতার মাঝেই আরও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ শুরু হচ্ছে৷ মঙ্গলবার থেকে ভিয়েনায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে সম্ভবত চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে৷ সেই প্রচেষ্টা বিফল হলে ইরানের হাতে পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

ইরানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের পরমাণু চুক্তি পুনরুদ্ধার করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নতুন করে আলোচনা বসছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে ইরানের প্রতিনিধিরা গত মাসের শেষেও মিলিত হয়েছিলেন বটে, কিন্তু সে যাত্রায় বিশেষ অগ্রগতি হয় নি৷ কিন্তু সব পক্ষের সম্মতিসহ ২০১৫ সালের পরমাণু চুক্তি আবার কার্যকর করার ক্ষেত্রে সম্প্রতি কিছু ইতিবাচক ইঙ্গিতের পর আবার সংলাপ শুরু হচ্ছে৷ এমনকি মার্কিন প্রশাসনও আশার আলো দেখছে৷ যদিও গত বছর থেকে আলোচনা প্রক্রিয়ায় সে দেশ পরোক্ষভাবে অংশ নিচ্ছে৷

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের মতে, সব পক্ষের সংশয় দূর করে চুক্তির সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল হয়ে উঠেছে৷ কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত বোঝাপড়া সম্ভব না হলে আমেরিকার পক্ষে ২০১৫ সালের জেসিপিওএ চুক্তির কাঠামোয় ফেরা অসম্ভব হয়ে উঠবে৷ উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করেছিলেন৷

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মঙ্গলবারের আলোচনায় মার্কিন প্রশাসনের কিছু জবাবের উপর বোঝাপড়া নির্ভর করবে৷ তার মতে, ভিয়েনায় আলোচনার বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে৷ এমনকি নতুন মার্কিন প্রশাসন আবার চুক্তি বাতিল না করার গ্যারেন্টিও দিয়েছে৷ তবে অর্থনৈতিক সুবিধার পথে সব বাধা কার্যকরভাবে দূর করলে তবেই বোঝাপড়া সম্ভব বলে ইরান মনে করছে৷

বেশ কয়েকজন বিশেষজ্ঞের মতে, ট্রাম্প প্রশাসন পরমাণু চুক্তি বাতিল করার পর ইরানও চুক্তির শর্ত এত বেশি লঙ্ঘন করেছে, যে কয়েক সপ্তাহের মধ্যে সে দেশ একটি পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট ফিসাইল উপকরণ হাতে পয়ে যেতে পারে৷ বাইডেন প্রশাসন তাই এমন পর্যায়ে সরাসরি আলোচনায় অংশ নিতে চাইলেও ইরানের অনুরোধে এখনো সে দেশকে পরোক্ষ আলোচনা চালাতে হচ্ছে৷ সদিচ্ছা দেখাতে শুক্রবার আমেরিকা ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে৷ ফলে অন্যান্য দেশ ও কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞার ভয় ছাড়াই সে ক্ষেত্রে অংশ নিতে পারবে৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের সঙ্গে সোমবার এক সাক্ষাৎকারে পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা সম্পর্কে আশা প্রকাশ করেন৷ তার মতে, সিদ্ধান্ত ও অগ্রগতির সময় এসে গেছে৷ আলোচনার সময়সীমা আর বাড়ানো উচিত হবে না বলে তিনি মনে করেন৷ শলৎস এমন সুযোগের সদ্ব্যবহারের আশা প্রকাশ করেন৷ সূত্র: ডিপিএ, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ