Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রহনপুরের মেয়রসহ ২৬ জন কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

চাঁপাইনবাবগঞ্জে জমি বিরোধে মারধরের অভিযোগে রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমানসহ ২৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমএম হুমায়ন কবির এ আদেশ দেন। এপিপি আঞ্জুমান আরা জানান, গত বছরের ১৬ সেপ্টেম্বর রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম জমিজামা সংক্রান্ত ঘটনায় মারধরের অভিযোগ এনে রহনপুর পৌর মেয়র মতিউর রহমানসহ ২৭ জনকে আসামী করে মামলা করেন। এ মামলায় গতকাল দুপুরে মেয়রসহ ২৬জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে রহনপুর পৌরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার মহিলা কাউন্সিলর জাহাননারা পারভিন, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত, রহনপুর পৌরসভার সচিব খাইরুল হক, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্টু।
এ সময় বক্তারা বলেন, মেয়র মতিউর রহমান খানকে জামিনে মুক্তি না দিলে পৌরসভা কর্মচারী মজদুর অ্যাসোসিয়েশন পক্ষ থেকে কর্মচারীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রহনপুরের মেয়রসহ ২৬ জন কারাগারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ