Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসুন্ধরার কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৮ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে কষ্টের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সোমবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরা ১-০ গোলে হারায় অপেক্ষাকৃত দুর্বল উত্তর বারিধারা ক্লাবকে। বিজয়ী দলের হয়ে জয়সূচক গোলটি করেন বসনিয়ান মিডফিল্ডার স্টয়ান ভ্রানিয়েচ। অসুস্থতার কারণে আগের ম্যাচে বসুন্ধরার ডাগআউটে ছিলেন না নিয়মিত স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। সোমবার ফিরেছেন তিনি। আত্মবিশ্বাসও ফিরেছে কিংস ফুটবলারদের মাঝে। যে কারণে জয়ের লক্ষ্য নিয়েই বারিধারার বিপক্ষে নেমেছিল বসুন্ধরা। শুরু থেকে গোলের নেশায় খেলতে থাকলেও কাক্সিক্ষত গোলটি পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত। এসময়ে বক্সের ডান প্রান্ত দিয়ে কিংসের মিডফিল্ডার ইব্রাহিমের দারুণ পাস বক্সে তৌহিদুল আলম সবুজের পা ছুয়ে সামনে চলে গেলে ফাইনাল টাচে বল জালে জড়ান বসনিয়ান মিডফিল্ডার ভ্রানিয়েচ (১-০)। চেষ্টা করেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি বারিধারার। বসুন্ধরাও পারেনি ব্যবধান বাড়াতে। ফলে একমাত্র গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চ্যাম্পিয়নদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ