Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এস ও এস চিলড্রেন্স ভিলেজস বাংলাদেশ-এর রোটারি হিউম্যানিটারিয়ান সার্ভিস অ্যাওয়ার্ড লাভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৫৭ পিএম

সুবিধাবঞ্চিত পরিবার এবং পিতামাতার স্নেহবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সাধনের স্বীকৃতিস্বরূপ এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ-কে রোটারি হিউম্যানিটারিয়ান সার্ভিস অ্যাওয়ার্ড ২০২১-২২ প্রদান করা হয়েছে। রোটারি ক্লাব অব ঢাকা স্টারস-এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই পুরস্কার হস্তান্তর করা হয়।রোটারি ডিস্ট্রিক্ট (ডি ৩২৮১) গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং রোটারি ক্লাব অব ঢাকা স্টারস এর প্রেসিডেন্ট জহিরুল আলম এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ-এর ন্যাশনাল ডাইরেক্টর ডা. মো. এনামুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন। রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ সাধনে এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ-এর সাথে একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ইশতিয়াক জামান, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট, ইঞ্জি. এম এ ওয়াহাব, পিপি টিআই এম নুরুল কবির, বিভিন্ন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, চেঞ্জ মেকার প্রেসিডেন্ট, রোটারেক্টর, ইন্টারঅ্যাক্টর, শিশু, মা এবং এস ও এস চিলড্রেন্স ভিলেজ ঢাকার সহকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।রোটারি ক্লাব অফ ঢাকা স্টারস, রোটারি ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস এবং রোটারি ক্লাব অফ গুলশানের সহযোগিতায় গত শুক্রবার এই অনুষ্ঠান এস ও এস চিলড্রেন্স ভিলেজ ঢাকায় অনুষ্ঠিত হয়। সোমবার (7 ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



 

Show all comments
  • রাসেল ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৭ পিএম says : 0
    এসওএস বাংলাদেশকে অভিনন্দন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ