Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চাষাড়ায় আদি ফুডল্যান্ড ও ফুডল্যান্ডকে জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় দুটি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। ক্যাবের প্রতিনিধি, জেলা স্যানেটারী ইন্সপেক্টর লেয়াকত আলী ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান জানান, চাষাড়ায় আদি ফুডল্যান্ড বেকারীতে কেক ও দই এর গায়ে মুল্য লেখা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা এবং ওজন কারচুপির করার অপরাধে ৪৬ ধারায় ১০ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। এছাড়া ফুডল্যান্ডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় কেক এর গায়ে উৎপাদন তারিখ এবং মেয়াদোত্তীর্ণ এর তারিখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাষাড়ায় আদি ফুডল্যান্ড ও ফুডল্যান্ডকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ