প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী আফরোজা বানু এখন কানাডায় বসবাস করেন। ২০১৯ থেকে এই গুণী অভিনেত্রী কানাডায় বসবাস করছেন। দুই বছর পর তিনি দেশে এসেছেন। অভিনয় ছেড়ে প্রবাসী হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আমার বয়স হয়েছে। একটা সময় সন্তানরাই আমাদের মা-বাবার জায়গায় চলে আসে। তাদের ভালো লাগাকে গুরুত্ব দিতে হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই প্রবাসী হয়েছি। অবশ্য আমাকে পুরোপুরি প্রবাসী বলা যাবে না। কারণ আমি দেশে আসা-যাওয়ার মধ্যেই থাকি। করোনার জন্য এবার দীর্ঘদিন পর দেশে এলাম। সত্যি বলতে কি প্রবাসে থাকলে আপজনদের কথা বেশি মনে পড়ে। প্রবাসে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, কানাডায় দূতাবাসের আয়োজনে বিশেষ বিশেষ দিবস যেমন ২১শে ফেব্রুয়ারি, বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিই। আশির দশকের জনপ্রিয় ধারাবাহিক নাটক সকাল-সন্ধ্যায় শিমু চরিত্রে অভিনয় করে আফরোজা বানু ব্যাপক দর্শকপ্রিয়তা পান। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশ-বিদেশে যেখানেই যাই আজও অনেক দর্শক আমার সঙ্গে গল্প করে বলেন, আপনার শিমু নামের সঙ্গে মিল রেখেই আমার মা-বাবা আমার নাম রেখেছেন। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমার অভিনয় তাদের মনে দাগ কেটেছে, অভিনেত্রী হিসেবে এটাই আমার বড় পাওয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।