Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন হামলায় ৫০ হাজারের বেশি মৃত্যুর আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৪ পিএম

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটি দখলে নিতে মাত্র কয়েক দিন সময় লাগবে এবং এ সময় ৫০ হাজার লোকের মৃত্যু হতে পারে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা এক মূল্যায়নের বরাত দিয়ে এই মন্তব্য করেছে। রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এছাড়া হামলা হলে ৫ হাজার থেকে ২৫ হাজার ইউক্রেনীয় সৈন্য এবং ৩ হাজার থেকে ১০ হাজার রুশ সৈন্য হতাহত হতে পারে। এ ছাড়া বেসামরিক হতাহতের সংখ্যা ২৫ হাজার থেকে ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন ওই দুই মার্কিন কর্মকর্তা।
ওই দুই কর্মকর্তা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিগত দুই সপ্তাহে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনসংখ্যা ৬০ ব্যাটালিয়ন থেকে ৮৪ ব্যাটালিয়নে উন্নীত করেছে। অথচ রাশিয়া বলছে ইউক্রেন আক্রমণের কোনো ইচ্ছা তাঁদের নেই, কিন্তু ইউক্রেন সীমান্তে ইতিমধ্যে দেশটির মোট সেনাশক্তির ৭০ ভাগই সমবেত করেছে।
ওই দুই কর্মকর্তা আরও জানিয়েছেন, রুশ বাহিনীর এমন স্থিতাবস্থা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা এ সময় ওই এলাকাটি বরফে আচ্ছন্ন থাকে। তবে ওই কর্মকর্তারা বলছেন, রাশিয়ান সামরিক ইউনিট গুলিকে আগামী মার্চ নাগাদ স্থিতাবস্থা ভেঙে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ