Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয়নগরের আরকেডিআর ভবনে অগ্নিকাণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৫ পিএম

রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় আরকেডিআর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। রেবাবার দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আরকেডিআর টাওয়ারের ১০ তলা ভবনের অষ্টম তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পানি বহনকারী গাড়ি ও অত্যাধুনিক উদ্ধারসামগ্রী নিয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ১২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। সূত্র : ইউএনবি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ