Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না: আমেরিকা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৪ পিএম

রাশিয়া-ইউক্রেন বিরোধ নিয়ে কোনো পক্ষকেই সমর্থন করলো না ভারত। আমেরিকা জানালো, এর ফলে সম্পর্ক খারাপ হবে না।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত জানিয়ে দেয়, ভোটাভুটি হলে তারা অংশ নেবে না। তারপরেও আমেরিকা জানিয়ে দিল, এর জন্য ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে না।

প্রাইসকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, রাশিয়া-ইউক্রেন বিরোধের জের কি ভারত-মার্কিন সম্পর্কের উপর পড়বে? বিশেষ করে ভারত যখন নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ সমর্থন করেনি? তখনই প্রাইস এই জবাব দেন।

ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে আমেরিকা ও ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির বিরোধ বাড়ছে। আমেরিকা ইউরোপে বাড়তি সেনা মোতায়েন করেছে। তাদের আশঙ্কা, রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। আমেরিকার বন্ধু দেশগুলি সবাই বাইডেনকে সমর্থন করছে।

ভারত জানিয়েছে, তারা গঠনমূলক কূটনীতির পথ নেবে। তারা কোনো শোরগোল করবে না। উত্তেজনা কমাবার জন্য এই নীতিই নেয়া দরকার। বিশ্বশান্তির বৃহত্তর পরিপ্রেক্ষিতের কথা ভেবেই ভারত এই নীতি নিয়ে চলছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ''নিরাপত্তা পরিষদের বৈঠকে আমাদের মতামত জানিয়ে আমরা একটা বিবৃতি দিই। আমরা গঠনমূলক রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে। আমরা চাই, দুই পক্ষই শান্তিপূর্ণভাবে বিরোধ মিটিয়ে ফেলুক।'' সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ