গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষক হারুন উর রশীদকে। নিখোঁজের ৬ দিন পর উদ্ধারের পর তাকে সবুজবাগ থানায় নিয়ে যায় পুলিশ। গত ৩১শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ আলী জানান, ‘নিখোঁজের কয়েক দিন তিনি হোটেলে অবস্থান করেছিলেন। বাসায় পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতেন না।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আত্মগোপনের বিষয়ে সুস্পষ্ট করে কোন তথ্য দেননি হারুন উর রশীদ। আপাতত তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
গত ৩১শে জানুয়ারি রাজধানীর মাদারটেকে শাপলা কানন এলাকার বাসা থেকে একটি ব্যাগ হাতে বেরিয়ে যান মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষক হারুন অর রশীদ। পরে ১লা ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।