Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজেক বন্ধ থাকবে ৬ ও ৭ ফেব্রুয়ারী

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৮ পিএম

ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে ৬ ও ৭ ফেব্রুয়ারী বন্ধ থাকবে পাহাড়ের অন্যতম পর্যটন স্পট সাজেক। বন্ধ থাকবে সাজেকে যাওয়ার সব যান চলাচল। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারী বাঘাইছড়ি উপজেলায় ৭ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে পর্যটন স্পট সাজেক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ৮ ফেব্রুয়ারী থেকে উন্মুক্ত করে দেয়া হবে সব।
সুত্র মতে, প্রশাসনের নির্দেশনা পেয়ে সাজেকের রিসোর্ট ও কটেজ মালিকরা আগামী দুই দিন সকল বুকিং বাতিল করে দিয়েছে।
সাজেক থানার ওসি নুরুল আনোয়ার বলেন, ৫ তারিখ সন্ধ্যার পর থেকেই সাজেক সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ কার্যকর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্যটন

৩১ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ