বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর, শাহ্ সূফি আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী বলেছেন- ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহর রেজামন্দি ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তিনি বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এক ও অদ্বিতীয়। তার কোনো শরীক নেই। তিনি আরো বলেন, এদেশে ইসলাম এসেছে ওলি-আউলিয়াদের মাধ্যমে। তাই ওলি-আউলিয়াদের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। শয়তানের অনিষ্ট ও খারাবি হতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবং আল্লাহর ভয়ভীতি অন্তরে পয়দা করতে হবে। অন্তরে আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ পাপ কাজ করতে পারবে না।
তিনি গত শুক্রবার হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন ইটাখোলা আলহাজ্ব এস.এম ফয়সল ফুরকানীয়া মাদরাসার ময়দানে এক বিরাট ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাওলানা আব্দুল্লাহ এনাম ও দৈনিক ইনকিলাবের মাধবপুর উপজেলা সংবাদদাতা কে. এম শামছুল হক আল-মামুন এর পরিচালনায় ওয়াজ করেন, মাওলানা চৌধুরী জামিল আহমদ যুক্তিবাদী, মাওলানা ইব্রাহিম ছিদ্দিকি, মাওলানা তাজুল ইসলাম মোজাদ্দেদী, মাওলানা মুফতি নাজিমুদ্দিন মাছুমী প্রমুখ। সভা শেষে বাংলাদেশেসহ মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য এবং মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির জন্য সর্বশক্তিমান আল্লাহ তায়ালার নিকট দোয়া করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।