Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোববার মালদ্বীপ যাচ্ছে ভলিবল দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪০ পিএম

তিনটি প্রীতি ম্যাচ খেলতে রোববার মালদ্বীপে যাচ্ছে ১৮ সদস্যের বাংলাদেশ ভলিবল দল। যেখানে ১৪ জন খেলোয়াড় এবং দুইজন করে কোচ ও কর্মকর্তা রয়েছেন। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে ভলিবলের সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যেই দ্বীপ দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণে বাংলাদেশ দল সেখানে খেলতে যাচ্ছে। মালদ্বীপ জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হবে ৮, ১০ ও ১১ ফেব্রুয়ারি। দলনেতা ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি বাবুল বলেন, ‘আমরা ১৭ জন খেলোয়াড়সহ ২৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করিয়েছি। সবার ফলই নেগেটিভ এসেছে। তবে মালদ্বীপ যাচ্ছে ১৮ জন। সিরিজ জেতাই থাকবে আমাদের প্রধান লক্ষ্য।’ দলের সঙ্গে স্থানীয় দুই কোচ এমাদুল হক ও শফিকুর রহমান এবং ম্যানেজার হিসাবে যাচ্ছেন আতাউর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ