Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পুষ্পা’র ‘শ্রীভাল্লি’ এতোটা সাড়া জাগাবে কল্পনা করেননি জাভেদ আলি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১০ এএম

করোনা অচলাবস্থায়ও সড়ে তিনশ’ কোটি রুপি আয় করে বিস্ময় সৃষ্টি করেছে ‘পুষ্পা : দ্য রাইজ পার্ট ১’। প্রধানত তেলুগু ভাষায় নির্মিত ফিল্মটির অন্যান্য আঞ্চলিক ভাষায় ডাব করা হয়েছে। অ্যাকশন ড্রামাটি যেমন অভাবনীয় সাড়া জাগিয়েছে তেমনি গানগুলোও মুখে মুখে আর সামাজিক মাধ্যমে ফিরছে। দেবী শ্রী প্রসাদের সঙ্গীত পরিচালনায় ‘স্বামী স্বামী’, ‘উ আন্টাভা মাওয়া’ এবং বিশেষ করে ‘শ্রীভাল্লি’ গানটি বিশেষ করে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। জাভেদ আলির গাওয়া ‘শ্রীভাল্লি’ গানটি ১৫ কোটির বেশি ভিউ হয়েছে; তেলুগু সংস্করণও কাছাকাছি। গানটির গীতিকার রাকিব আলম। গানটির সঙ্গে স্টেপ মিলিয়েছেন নায়ক আল্লু অর্জুন। তার ‘হুক স্টেপ’ সারা দুনিয়ায় আদৃত হয়েছে। বিশ্বখ্যাত কয়েকজন ক্রিকেটারসহ অনেক আন্তর্জাতিক তারকা এই ‘হুক স্টেপ’-এর অনুকরণ করেছেন, আর টিকটক/লাইকির মত প্ল্যাটফর্মে কত কোটিবার তার সেই পায়ের জুতা পিছলে যাবার ভঙ্গি অনুকরণ করেছে, তার হিসাব করা জো নেই। হিন্দি ‘শ্রীভাল্লি’র গায়ক জাভেদ বলেছেন, ‘এমন অভূতপূর্ব সাড়া দেখে আমি অভিভূত। আমি কল্পনাও করতে পারিনি গানটি এমন সাড়া জাগাবে। ছেলে থেকে বুড়ো সবাই এই গানটির সঙ্গে ঠোঁট আর তাল মেলাচ্ছে। গানটির সাফল্য অলৌকিক থেকে কম নয়। আমার মনে হচ্ছে আমার ক্যারিয়ার যেন এই শুরু হল।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুষ্পা’র শ্রীভাল্লি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ