প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি বর্তমান হলিউডের সবচেয়ে বেশি সম্মানী পাওয়া একজন শিল্পী, এরপরও তিনি অনুভব করেন নিজেকে প্রমাণ করা প্রয়াস কখনও বন্ধ করা উচিত নয়। কালো অভিনেত্রীদের উত্থান নিয়ে নির্মিত ‘স্ক্রিন কুইন্স রাইজিং’-এর একটি ভিডিওতে বেরি বলেন, ‘আমি অনুভব করি আমি তাদের একজন যে নিজেকে বারবার প্রমাণ করার জন্য তাগাদা দিয়ে এসেছে। আমি এখনও তাই করি।’ বেরি মনে করেন, চলচ্চিত্র জগতে তাকে লাগাতার বাধার মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, এই যুদ্ধ চলেছে লাগাতার। এক বাধার পর আরেকটি, প্রতিটি দিন যুদ্ধ করতে হয়েছে। ‘ক্যাটওম্যান’ ফিল্মের জন্য তিনি ২০০৫ সালে নিকৃষ্ট অভিনেত্রী বিভাগে র্যাজি প্যারোডি পুরস্কারের জন্য নির্বাচিত হন; সাহস করে তিনি নিজেই পুরস্কার গ্রহণ করেন, যদিও এমন কাজ কেউ খুব একটা করে না। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি র্যাজিতে গিয়েছিলাম কারণ আমরা নিজেকে খুব গুরুত্ব দিই। যদি আমরা পুরস্কার পাই, অস্কার পাই তাহলে মনে করতে থাকি আমি অন্যের চেয়ে ভাল, আসলে কিন্তু নই। র্যাজি পাওয়া মানেই মন্দ শিল্পী এমন নয়।’ হ্যালি কিন্তু ঠিক আগের বছরই ‘মনস্টার’স বল’ ফিল্মের জন্য অভিনেত্রী বিভাগে অস্কার জয় করেন। তিনি বলেন, ‘যদি সম্মানের জন্য অস্কার নেয়া যায়, র্যাজিও নেয়া যায়, তারা যেন বলছে, চেষ্টা ভাল আরও ভাল কর।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।