মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত রুশ দূতাবাসে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখানকার কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রুশ ও ফিলিপিনো কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এক ডজনেরও বেশি ফায়ার ট্রাক। এলাকাটিতে আরও বেশ কয়েকটি দূতাবাস রয়েছে।
দূতাবাসের দ্বিতীয় তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। ঘণ্টাব্যাপী অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।
ফিলিপাইন ব্যুরো অব ফায়ার প্রটেকশন জানিয়েছে, এ ঘটনায় দুই মিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।