Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকায় দু’সপ্তাহে মৃত্যুর হার বাড়ল ৩০ শতাংশ! শেষ সাত সপ্তাহে মৃত এক লাখ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩২ পিএম

বিশ্ব জুড়ে প্রতিটি দেশই করোনার নতুন রূপ ওমিক্রনের সঙ্গে লড়াই করছে। ভারত-সহ বেশ কয়েকটি দেশে করোনা স্ফীতিতে কিছুটা লাগাম পড়েছে। কিন্তু এর মাঝেই উদ্বেগজনক ভাবে বাড়ছে আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা।

রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় এখনও প্রতি দিন গড়ে দু’হাজার ৬০০ জন করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। ইতিমধ্যেই আমেরিকায় এখনও পর্যন্ত ন’লাখ মানুষ করোনার বলি হয়েছেন। কেবল শেষ দু’সপ্তাহেই করোনায় মৃত্যুর হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমেরিকায় মোট আট লাখ মানুষ মারা গিয়েছেন। কিন্তু বাকি এক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে শেষ সাত সপ্তাহে। অর্থাত্ বিশ্ব জুড়ে ওমিক্রনের রমরমা বৃদ্ধি পাওয়ার পর থেকেই। আমেরিকায় মৃত্যুর হার প্রথম বিশ্বের সমস্ত দেশগুলির থেকে অনেকটাই বেশি। তবে করোনায় মৃতদের মধ্যে বেশির ভাগই টিকা নেননি বলে সে দেশের স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন।

মৃত্যু নিয়ে উদ্বেগ থাকলেও বাইডেনের দেশের কিছুটা স্বস্তি মিলেছে করোনার আক্রান্তের সংখ্যার দিক থেকে। পাশাপাশি কমেছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। জানুয়ারির মাঝামাঝি থেকেই আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা কমতির দিকে। কমেছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। এর ফলে একটু হলেও চাপ কমেছে দু’বছর ধরে অক্লান্ত পরিশ্রম করা স্বাস্থ্য কর্মীদের উপরে। সূত্র: এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ