Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গে’ বিতর্ক, গয়া বিমানবন্দরের কোড বদলের প্রস্তাব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪১ পিএম

গয়া বিমানবন্দরের জন্য ব্যবহৃত কোড নিয়ে বিড়ম্বনায় পড়েছে প্রশাসন। সাধারণত, প্রত্যেক রেল স্টেশনের মতো প্রত্যেকটি বিমানবন্দরেরও নিজস্ব কোড রয়েছে। যা আদতে সংশিষ্ট বিমানবন্দরের নামের ইংরেজি অক্ষরগুলি নিয়ে তৈরি করা হয়।

গয়ার ক্ষেত্রে এই কোড হল ‘GAY’! ইংরেজিতে 'গে' শব্দের অর্থ সমকামী পুরুষ। আর এখানেই গয়া বিমানবন্দরে কোড নিয়ে আপত্তি তুলেছে সংসদীয় প্যানেল। তাদের যুক্তি, এমন 'পরিচয়' পবিত্র শহর গয়ার চরিত্রের পরিপন্থী! আর সেই কারণেই তা বদলের দাবি তোলা হয়েছে।

শুক্রবার সংশ্লিষ্ট সংসদীয় প্যানেলের তরফ থেকে সরকারের কাছে গয়ার GAY Code বদলের আবেদন জানানো হয়েছে। বেসরকারি নিয়ন্ত্রণাধীনে থাকা বিভিন্ন বিষয়গুলির উপর নজরদারি করছে এই সংসদীয় কমিটি। ২০২১ সালের জানুয়ারি মাসে তারা তাদের প্রথম রিপোর্ট পেশ করে। তাতে বলা হয়েছে, গয়া বিমানবন্দরের এই GAY Code এখনই পরিবর্তন করা দরকার। একইসঙ্গে, গয়া বিমানবন্দরের Code বদলে 'YAG' করারও প্রস্তাব দেওয়া হয়েছে কমিটির তরফে!

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি আন্তর্জাতিক উড়ান পরিবহণ সংস্থাকে (IATA) জানানো হয়েছে। কিন্তু, তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এভাবে চাইলেই কোনও বিমানবন্দরের কোড পরিবর্তন করা যায় না। একমাত্র যদি এর ফলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও আশঙ্কা থাকে, তাহলেই এই বিষয়ে ভাবা যেতে পারে। অথচ, সংসদীয় কমিটির সদস্যদের দাবি, এই কোড ব্যবহার করার ফলে গয়ার পবিত্রতা নষ্ট হচ্ছে! এই প্রেক্ষাপটে সরাসরি সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

শুক্রবার এই বিষয়ে সংসদে একটি ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়। তাতে সংসদীয় প্যানেলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, এই নামকরণের সঙ্গে যে ভাবাবেগে আঘাত লাগার বিষয়টি জড়িয়ে রয়েছে, সেটা IATA-কে বোঝাতে হবে। IATA যাতে ভারতের প্রস্তাব মেনে নেয়, তার জন্য কেন্দ্রকেই উদ্যোগী হতে হবে। প্রয়োজনে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে এ নিয়ে IATA-কে চাপ দেওয়া হোক। মন্ত্রকের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই এ নিয়ে পদক্ষেপ করেছে। সরকারের নির্দেশ অনুযায়ী এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে IATA-এর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানানো হয়েছে।

অন্যদিকে, IATA-এর বক্তব্য হল, সংশ্লিষ্ট আইনের ৭৬৩ নম্বর ধারা অনুযায়ী যেকোনও বিমানবন্দরেই কোড সেই জায়গার নাম অনুসারে হয়। খুব বড় কোনও কারণ ছাড়া সেই কোড বদলে ফেলার নিয়ম নেই। কারণ, এই কোড স্থায়ী। কেবলমাত্র এই কোডের কারণে বিমানবন্দরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলে তবেই কোড বদলানো যেতে পারে। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রস্তাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ