Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১১:২১ এএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিকে আটক করেছে। দেশটির অনলাইন দ্বিভাষিক সংবাদ পোর্টাল ফ্রি মালয়েশিয়া টুডে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মালয়েশীয় পুলিশ জানিয়েছে, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো, বাংলাদেশি জুয়াড়িদের উদ্দেশ্যেই এই আসর বসানো হতো বলেও প্রতিবেদনটিতে জানানো হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালানো হয়। অভিযান থেকে বেশ কিছু কম্পিউটার ও হ্যান্ডফোনও জব্দ করা হয়েছে।
দেশটির বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিচালক আবদ জলিল হাসান জুয়ার বিষয়টি নিশ্চিত করার পরদিনই জালান ক্লাং লামার অ্যাপার্টমেন্টটিতে অভিযান চালানো হয়।
ওইসময় সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি জানান, প্রতিদিন প্রায় ২ লাখ বাংলাদেশি টাকা আয় হতো ওই আসর থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ