Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামী বিক্রির বিজ্ঞাপন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

স্বামী লাগবে নাকি? লাগলে নিতে পারেন। তবে বদল বা ফেরতযোগ্য নয়। উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। বয়স ৩৭ বছর। গায়ের রং ফর্সা এবং পেশায় মাংস ব্যবসায়ী। কেনার জন্য যোগাযোগ করুন। তবে একবার কিনে ফেললে নিজের কাছেই রাখতে হবে, ফেরতযোগ্য নয়।
এভাবেই অনলাইনে নিজের স্বামীকে নিলামে তুললেন স্ত্রী। নিলামের একটি পরিচিত ওয়েবসাইটে এমন বিজ্ঞাপন দিয়ে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন লিন্ডা ম্যাকঅ্যালিস্টার। স্বামী জন ম্যাকঅ্যালিস্টার।
জন ও লিন্ডা আয়ারল্যান্ডের বাসিন্দা। তাদের বিয়ে হয় ২০১৯ সালে এবং দু’টি সন্তান রয়েছে। এমন সুখে সংসারে থেকেও সম্প্রতি জনের বৃত্তান্ত জানিয়ে তাকে বিক্রি করতে নিলামের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছেন লিন্ডা। কেন এই কাজ করলেন তিনি?
লিন্ডার অভিযোগ, সন্তান ও তাকে সময় দেন না জন। আরও মারাত্মক ঘটনা ঘটেছে সম্প্রতি। জন ম্যাকঅ্যালিস্টার তার দুই সন্তান ও স্ত্রীকে বাড়িতে রেখেই গরমের ছুটিতে একা ঘুরতে যান। এমনকি সেখানে গিয়ে আনন্দ ও ফুর্তিতেও মাতেন।
এই ঘটনায় স্বামীর উপর ক্ষুব্ধ লিন্ডা বিজ্ঞাপনে লিখেছেন, ‘সংসার করার জন্য তার এখনও কিছু প্রশিক্ষণ দরকার। যদিও আমার কাছে এই মুহূর্তে সেই সময় ও ধৈর্য নেই।’ এদিকে স্ত্রী যতই রেগে থাকুন বন্ধুদের কাছ থেকে গোটা ঘটনার খবর পেয়ে হেসে উড়িয়ে দিয়েছেন জন।
জন বলেছেন, পুরো ব্যাপারটায় আমার হাসি পেয়েছে। লিন্ডার পাল্টা উক্তি, ও দেখছিল কত টাকায় বিক্রি হচ্ছে। বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পর ১২ জন গ্রাহক আগ্রহ দেখায়। দাম ওঠে প্রায় পাঁচ হাজার টাকা।
শেষ পর্যন্ত স্বামীকে বিক্রি করার উদ্দেশ্য সফল হয়নি স্ত্রীর। কারণ নিলামের ওই ওয়েবসাইটটি লিন্ডার বিজ্ঞাপন মুছে দিয়েছে। ওয়েবসাইটের শীর্ষ কর্মকর্তা জেমস রায়ান বলেন, ‘কোনও মহিলা তার স্বামীকে নিলামে তুলেছেন এ রকম বিজ্ঞাপন এই প্রথম দেখলাম।’ সূত্র : মিরর ইউকে, টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ