Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাতপুর গ্রামে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে ভেকুতে আগুন দিয়ে পুড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এ সময় মাটি বহনকারী তেলজুড়ী গ্রামের কাজী মহিদুল ইসলামের টলিসহ তিনটি টলি ভাঙচুুর করা হয়।

মাটি কাটার অপরাধে জমির মালিক নুরুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। গত বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। গতকাল শুক্রবার সকালে গণমাধ্যমকে জানায় উপজেলা প্রশাসন। জানা যায়, বাজিদাতপুর গ্রামের নুরুল আলম শেখের জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটা হচ্ছিল। খবর পেয়ে ইউএনও অভিযান চালায়।

অপরদিকে, বৃহস্পতিবার বিকালে রুপাপাত ইউনিয়নের সোতালিয়া গ্রামে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে আরেকটি ভেকু পুড়িয়ে দেন ইউএনও। এ সময় জমির মালিক বিলাশ শেখকে ৭ দিনের জেল দেন। ভেকু পুড়িয়ে দেওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের বিরুদ্ধে ঘটনার দিন ফরিদপুর জেলা প্রশাসককের নিকটসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ কাজী মহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে দুইটি ভেকু পুড়িয়ে দেওয়া হয়েছে। এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও আরেকজনকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। অপরদিকে, নগরকান্দা উপজের গ্রামাঞ্চল,ফরিদপুর সদরের চর এলাকা ও সদরপুরের বিভিন্ন ইটভাটা মালিকরা দালালদের মাধ্যমে ফসলি জমির মাটি কেটে তাদের ভাটায় তুলছেন।

নগরকান্দার স্কুুল শিক্ষক মো. মুজিবর হেসেন ইনকিলাবকে জানান, নগরকান্দায় ৭ থেকে ৮ জনের, মাটি-বালু-ভরাট বিকিকিনির একটি প্রভাবশালী দালাল চক্র আছে। এরা কৃষকদের ফুসলিয়ে একটু বেশি দামের লোভ দেখিয়ে ফসলি জমির মাটি বিক্রিতে উৎসাহীত করছেন। এদের আইনের আওতা আনতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোয়ালমারীতে ফসলি জমির মাটি কাটায় জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ