Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গয়েশ্বরের সঙ্গে ২০ দলীয় জোটের নেতাদের বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৮:২৪ পিএম

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার নয়াপল্টনে তার রাজনৈতিক কার্যালয়ে ছিল এই সভা। তার অফিসের একজন অফিস সহকারী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠক শেষ হয়েছে। এতে জোটের অন্তত ১০ থেকে ১২ জন নেতা উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান শওকত আমীন বলেন, অনেকদিন জোটের নেতাদের কোনও বৈঠক হয় না। অনেক দিন পরে হলেও বৈঠক ভালো হয়েছে। চা-নাশতা খেয়েছি। আমাদের মতবিনিময় হয়েছে। শওকত আমীন বলেন, আসর নামাজের পর বসে সভা শেষ হয়েছে সন্ধ্যা ৭টার দিকে।ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যানের তথ্যানুযায়ী, বৈঠকে ছিলেন খন্দকার লুৎফুর রহমান, এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, ক্বারী আবু তাহেরসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ