Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে সব রেকর্ড ভঙ্গ, একদিনে লক্ষাধিক আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৯ পিএম

পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানে ওমিক্রনের প্রভাবে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটিতে প্রথমবারের মতো একদিনে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কিয়োদো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের ৩৪টি প্রিফেকচারে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪ হাজার ৪৭০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। জাপানের স্বাস্থ্যমন্ত্রী শিগেইয়ুকি গোতো শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডে-কেয়ার সেন্টারগুলোতে দুই বছর বা তৎধিক বছরের শিশুদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার।
করোনার বিস্তার রোধে ৩২৭টি চাইল্ড কেয়ার সেন্টার বন্ধ করে দেয় জাপান।
জাপানের রাজধানী টোকিও মেট্রোপলিটন এলাকায় বৃহস্পতিবার নতুন করে ২০ হাজার ৬৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শহরটিতে টানা দ্বিতীয় দিন দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ