প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবারের একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা-নাট্যকার মাসুম আজিজ ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছেন। গত মাসে তার ক্যান্সার ধরা পড়ে। ইতোমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। চলছে কেমো ও রেডিওথেরাপি। মোট ৮টি কেমোথেরাপি ও ৩০টি রেডিওথেরাপি তাকে দিতে হবে। ইতোমধ্যে তিনি ৩ বার কেমোথেরাপি নিয়েছেন। রেডিওথেরাপি দেওয়া হয়েছে ১৩ বার। মাসুম আজিজ বলেন, আমার লড়াই এখন ক্যানসারের সঙ্গে। জিতবো কিনা জানি না। তবে তার আড়ে রাষ্ট্রীয় স্বীকৃতি একুশে পদক পেয়ে আমি অভিভূত। তিনি বলেন, চিকিৎসা চালাতে কিছুটা আর্থিক সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত ৯ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসক বলেছেন আনুমানিক ১৬ লাখ টাকা খরচ হবে। একুশে পদকপ্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, আমি সারাজীবন নাটক ছাড়া কিছু করিনি। আবার যেটুকু করেছি তার জন্য কারও কাছে কোনও পুরস্কার বা কিছু চাইনি। তাই রাষ্ট্র যখন নিজ থেকে আমাকে এটা দিচ্ছে, তা আমার জন্য বিশেষ কিছু। কতটা বিশেষ এটা বলে বোঝাতে পারবো না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।