Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডরিয়েলটনে রক্ষা আবাহনীর, জয়ে শুরু সাইফের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৭ পিএম | আপডেট : ১০:২৮ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২২

ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজে রক্ষা পেল স্বাধীনতা ও ফেডারেশন কাপের শিরোপা জয়ী ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে জয় দিয়ে বিপিএল শুরু করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আবাহনী ১-০ গোলে হারায় অপেক্ষাকৃত দূর্বল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন ডরিয়েলটন। চোটের কারণে ফেডারেশন কাপের ফাইনাল খেলতে পারেননি আবাহনীর ব্রাজিলিয়ান তারকা ডরিয়েলটন। তবে চোট কাটিয়ে ফিরেই বিপিএলে আবাহনীর প্রথম ম্যাচেই নিজের জাত চেনালেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। এবারের মৌসুমে ইতোমধ্যে দুই শিরোপা জিতে দারুণ ছন্দে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। এবার তাদের লক্ষ্য ট্রেবল জেতা। তবে লক্ষ্যপূরণে জয় দিয়ে বিপিএল শুরু করলেও মুক্তিযোদ্ধাকে হারাতে ঘাম ঝরেছে আবাহনীর।

শুক্রবার বৃষ্টিভেজা কাঁদা মাঠে ঢাকার আকাশী-হলুদদের বেশ ভুগিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। যদিও ম্যাচ শুরুর মাত্র ১২ মিনিটের মধ্যেই গোল আদায় করে নেয় পর্তুগিজ কোচ মারিও লেমোসের শিষ্যরা। এসময় বাঁ প্রান্ত দিয়ে নূরুল নাঈম ফয়সালের ক্রস পোস্টের খুব কাছেই জটলার মধ্যে পেয়ে দারুণ ফিনিশিংয়ে আবাহনীকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ (১-০)। তবে পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে মরিয়া মুক্তিযোদ্ধা দারুণভাবে লড়ে যায়। তারা প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত রাখে আবাহনীর রক্ষণভাগকে।

ব্যবধান দ্বিগুন করার চেষ্টা করলেও বার বার বাধার মুখে পড়তে হয়েছে কলিন্দ্রেস-ডরিয়েলটনদের। ম্যাচের ১৭ মিনিটে বক্সের পাঁচ গজ দূরে ফ্রি কিক পায় আবাহনী। ড্যানিয়েল কলিন্দ্রেসের ডান পায়ের স্পট কিক মুক্তিযোদ্ধার রক্ষণ দেয়ালে লেগে ফিরে আসে। ৩০ মিনিটে ফয়সালের ক্রস ডান প্রান্ত থেকে হেড নেন ডরিয়েলটন। কিন্তু বল অল্পের জন্য জালে জড়ায়নি। ৫৪ মিনিটে আরও একটি ফ্রি কিক পায় আবাহনী। দারুণ দক্ষতায় মুুক্তিযোদ্ধার ছয় ফুটবলারের তৈরী করা রক্ষণ দেয়াল ভেদ করে দুর্দান্ত গতির শট নেন কলিন্দ্রেস। কিন্তু তার ফ্রি কিক সরাসরি গ্রিপে নিয়ে নেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মো. রাজিব। ৬১ মিনিটে মুক্তিযোদ্ধার তেতসুয়াকির প্লেসিং শট আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল পা দিয়ে ক্লিয়ার করেন। ৭২ মিনিটে জুয়েল রানার ক্রসের বল কলিন্দ্রেস ঠিকমতো নাগাল না পাওয়ায় রক্ষা পায় মুক্তিযোদ্ধা। বলটি কলিন্দ্রেসের পায়ে গেলে গোল হতে পারতো। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের কষ্টের জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।

এদিকে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। সাইফের পক্ষে জয়সূচক গোলটি করেন রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বাইসেঙ্গে। কাল তুমুল বৃষ্টির বাধা উপেক্ষা করে মাঠে নামে দুই দল। বৃষ্টিতে মুন্সিগঞ্জ স্টেডিয়ামের মাঠে পানি জমে গেলে ফুটবলারদের খেলতে বেশ অসুবিধা হয়। জমে থাকা পানির কারণে ঠিকঠাক শট নিতে ব্যর্থ হন তারা। সাইফের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়াই প্রথম ম্যাচে সেরা একাদশ সাজান আর্জেন্টাইন কোচ দিয়াগো আন্দ্রেস ক্রুসিয়ানি। জামাল পেটের পীড়ায় ভুগছেন বলে পুলিশের বিপক্ষে মাঠে ছিলেন না। ম্যাচে দু’দলই সমান তালে খেলার কারণে গোলের দেখা পেতে অন্তিম সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২ মিনিট) অসাধারণ এক ফ্রি-কিকে গোল করে সাইফকে জয় উপহার দেন এমেরি বাইসেঙ্গে (১-০)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ