Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন ভেঙে মিরপুরের মাঠে আফগান মোহাম্মদ শাহজাদের ধূমপান!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৬ পিএম

কোনো খেলোয়াড় মাঠের মধ্যে ধূমপান করলে তা বড় ধরনের অপরাধ! বঙ্গবন্ধু বিপিএলে ক্রিকেটের আইনের পরিপন্থী এমনই কাণ্ড ঘটালেন মিনিস্টার ঢাকার ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। শুক্রবার আফগানিস্তানের এই ব্যাটসম্যান মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঝে দাঁড়িয়ে ধূমপান করেছেন।

এ সময় শাহজাদের পাশে দাঁড়িয়ে ছিলেন তার জাতীয় দলের দুই সতীর্থ করিম জানাত ও ফজল হক ফারুকী। করিম জানাত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেললেও ফজল হক ফারুকী ও মোহাম্মদ শাহজাদের সঙ্গে মিনিস্টার ঢাকায় খেলছেন।

বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। সন্ধায় বৃষ্টি থামলে মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করা শুরু হয়। ঠিক সোয়া ৬টায় দিকে মাঠে নামেন দুই দলের কয়েকজন ক্রিকেটার। দুই স্বদেশীর সঙ্গে তখন মাঠে যান শাহজাদও।

সেই সময় মাঠে অনুশীলন নেটের পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন তারা তিনজন। এক পর্যায়ে পকেট থেকে ইলেক্ট্রিক সিগারেট বের করে পান করতে শুরু করেন শাহদাজ। ব্যাপারটি শুরুতে মিনিস্টার ঢাকার মিডিয়া ম্যানেজারের দৃষ্টিগোচর হয়। তিনি এগিয়ে গিয়ে শাহজাদকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করেন।

তাতে শাহজাদ খুব একটা কান দেননি। ধূমপান করেই যেতে থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। পরে শাহজাদকে ধূমপান থেকে থামাতে এগিয়ে যান মিনিস্টার ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও ওপেনার তামিম ইকবাল। দুজন মিলে বুঝিয়ে শাহজাদকে ধূমপান করা থেকে বিরত রাখেন তারা। আফগান ব্যাটসম্যানকে এক প্রকার টেনেই ড্রেসিং রুমে নিয়ে যান বাবুল ও তামিম। তবে শাহজাদ যে তখন বিরক্ত হচ্ছিলেন, তা তার চেহারায় স্পষ্ট ছিল। অবশ্য এ বিষয়ে এখনও বিসিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ