Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট আহত ২

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাট বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ডাকাতিকালে বাধা দিলে ডাকাতরা মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মোল্লা ও তার মেয়ে আরেফিন সায়েদাকে ডেগার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতরা একটি বাড়ি ও ২টি জুয়েলারি দোকান থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী ও গ্রামবাসী জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ১৫/২০জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রথমে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মোল্লার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নেয়। আর এসময় তার বাসার সামনের আল.বি জুয়েলার্স ও আলম গোর্ল্ড ওয়ার্কশপেও হানা দিয়ে মালামাল লুটে নেয়। এ ব্যাপারে মাদারীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন ভূইয়া বলেন, আমরা ঘটনার হোতাদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালকিনিতে ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট আহত ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ