রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাট বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ডাকাতিকালে বাধা দিলে ডাকাতরা মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মোল্লা ও তার মেয়ে আরেফিন সায়েদাকে ডেগার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতরা একটি বাড়ি ও ২টি জুয়েলারি দোকান থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী ও গ্রামবাসী জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ১৫/২০জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রথমে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মোল্লার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নেয়। আর এসময় তার বাসার সামনের আল.বি জুয়েলার্স ও আলম গোর্ল্ড ওয়ার্কশপেও হানা দিয়ে মালামাল লুটে নেয়। এ ব্যাপারে মাদারীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন ভূইয়া বলেন, আমরা ঘটনার হোতাদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।