মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারিতে বন্ধ হয়ে যাওয়া ভারতের রাজধানী নয়াদিল্লির সব স্কুল আগামী সোমবার থেকে খুলছে। তবে স্কুল খুললেও এক ক্লাসে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী অংশ নিতে পারবেন না বলে আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির উপ-শিক্ষামন্ত্রী মনিশ সিসোদিয়া জানিয়েছেন। খবর এনডিটিভি।
তিনি বলেছেন, স্কুলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি হবে স্বেচ্ছামূলক। শ্রেণিকক্ষে স্বশরীরে ক্লাস শুরু হলেও অনলাইনে তা সম্প্রচার করা হবে। যে কারণে শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে অভিভাবকদেরও বাধ্য করা হবে না।
গত বছরের মার্চে করোনাভাইরাস মহামারির উত্থান এবং দেশজুড়ে লকডাউন জারির পর দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। সিসোদিয়া বলেন, একসঙ্গে শ্রেণিকক্ষে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত হতে দেওয়া হবে না। তবে স্কুলের কর্মকর্তা এবং কর্মচারীদের শতভাগ টিকা নিশ্চিত করতে হবে।
দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) এক বৈঠকে স্কুল খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সিসোদিয়া বলেছেন, স্কুলগুলোতে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
দিল্লির করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনার জন্য সম্প্রতি দেশটির রাজধানীতে বৈঠক করে ডিডিএমএ। ওই বৈঠকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্কুল খুলে দেওয়ার পাশাপাশি দিল্লির সব শপিং মলে প্রবেশ এবং মেট্রো ট্রেনে চলাচলের জন্য সবার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান।
এদিকে দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন থেকে জিম, পুল এবং স্পাও খোলা রাখা যাবে। এসময় অফিসগুলো চলবে ১০০ ভাগ কর্মী নিয়ে এবং যারা একা গাড়ি চালাবেন তাদের মাস্ক পরার দরকার নেই।
নতুন সিদ্ধান্ত অনুসারে রাতে কারফিউয়ের সময় কমানো হয়েছে এক ঘণ্টা। সোমবারের পর কারফিউ জারি থাকবে রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত। আগে তা শুরু হতো রাত দশটায়। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।