Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে প্রথম এমআরএনএ কভিট টিকা বানালো দক্ষিণ আফ্রিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৯ পিএম | আপডেট : ৭:২৫ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২২

বিশ্বে প্রথম এমআরএনএ কভিড টিকা বানাল দক্ষিণ আফ্রিকার ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান আফ্রিজেন বায়োলজিকস। মডার্নার কভিড টিকার তথ্য ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার আফ্রিজেনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, চলিত বছরে মানুষের মধ্যে এটি পরীক্ষামূলক প্রয়োগ করা হতে পারে। আগের টিকা উদ্ভাবক প্রতিষ্ঠানের অনুমতি ও সহায়তা ছাড়াই এটি তৈরি করা হয়েছে। এটিই প্রথম টিকা, যা বিশ্বজুড়ে ব্যাপক ব্যবহৃত আরেকটি টিকার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এমআরএনএ প্রযুক্তির টিকাটি নিজস্ব পরীক্ষাগারে নকশা ও উৎপাদনের দিক দিয়ে আফ্রিকা মহাদেশে এটিই প্রথম।
এর আগে এমআরএনএ কভিড টিকা তৈরি করতে প্রযুক্তি এবং দক্ষতা শেয়ার করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুরোধ প্রত্যাখ্যান করে মডার্না ও ফাইজার-বায়োএনটেক। যার কারণে দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোর কভিড টিকার প্রাপ্তি সহজ করতে আফ্রিজেনসহ একটি জোট তৈরি করে পাইলট প্রকল্প নেয় হাতে নেয় ডব্লিউএইচও।
ডব্লিউএইচও ও জোটের অংশীদাররা আশা করে, তাদের প্রযুক্তি ব্যবহার করে টিকা উৎপাদন কার্যক্রম ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বৈষম্য দুর করতে সহায়তা করবে। সকল রোগের বিরুদ্ধে প্রায় ৯৯ শতাংশ টিকা আমদানির উপর নির্ভরশীল আফ্রিকা মহাদেশ। বাকি ১ শতাংশ টিকা তৈরি হয় স্থানীয়ভাবে।
আংশিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন দক্ষিণ আফ্রিকার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োভ্যাক, জোট থেকে প্রথম টিকা উৎপাদনের প্রযুক্তি পাবে। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিষ্ঠানগুলোকেও প্রশিক্ষণ দিতে রাজি হয়েছে আফ্রিজেন। গত বছরের সেপ্টেম্বরে ডব্লিউএইচওর এই জোট একাই তৈরি করার সিদ্ধান্ত নেয়, যখন ফাইজার ও মডার্না প্রযুক্তি সহযোগীতায় অসম্মতি জানায়।
নিম্ন আয়ের দেশগুলোতে ওষুধ তৈরির চাপ থাকায়, মডার্না ও বায়োএন্টেক আফ্রিকায় এমআরএনএ টিকা তৈরির কারখানা করার পরিকল্পনা ঘোষণা করেছে। যদিও উৎপাদন কবে থেকে শুরু হবে তা প্রকাশ করেনি তারা।
আফ্রিজেনের ব্যবস্থাপনা পরিচালক পেট্রো টারব্ল্যানশে রয়টার্সকে জানিয়েছেন, তারা মডার্নাকে নকল করেনি। যেহেতু মডার্না তাদের কোনো প্রযুক্তি সহায়তা করেনি, সেহেতু তাদের নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করেছে আফ্রিজেন। তিনি জানান, মডার্নার সিকোয়েন্স দিয়ে শুরু করা হয়েছে। কারণ এটি তাদের দৃষ্টিতে সেরা সুযোগ ছিল। এটি মডার্নার টিকা নয়, এটি আফ্রিজেন এমআরএনএ হাব টিকা বলে অবহিত করেন তিনি।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান আফ্রিজেন বায়োলজিকসের ঘোষণার পর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মডার্না। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ