গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কুমিল্লার বুড়িচংয়ে একটি লরির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পরে লরিটি চট্টগ্রামের দিকে গেছে চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
নিহতরা হলেন বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. মোরশেদ (২৪) ও একই গ্রামের আনন্দ (২০)। হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, মোরশেদ ও আনন্দ দুইজন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ছিল। পেছন থেকে একটি লরি এসে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটি। আমরা লরিটি শনাক্তের চেষ্টা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।