Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুস্টার ডোজ নেওয়ার শর্তে সীমান্ত খুলছে সউদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৩ পিএম

শর্তসাপেক্ষে সীমান্ত খুলে দিচ্ছে সউদী সরকার। করোনা টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নেওয়ার শর্তে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগরিকদের বিদেশ ভ্রমণের অনুমতি দিতে যাচ্ছে দেশটি। বৃহস্পতিবার সউদী আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘৯ ফেব্রুয়ারি থেকে সীমান্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর যারা বুস্টার ডোজ নিয়েছেন, তাদের বিদেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে।’ এছাড়া সউদীতে প্রবেশে ইচ্ছুক বিদেশিদের জন্য বিমানে ওঠার অন্তত ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট ও করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। তবে আট বছরের কম বয়সীদের জন্য সনদের প্রয়োজন নেই।

সউদীতে প্রবেশের পর বিমানবন্দরে যদি বিদেশি যাত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন, সেক্ষেত্রে বিশেষ শর্তে তাকে প্রবেশ করতে দেবে দেশটির কর্তৃপক্ষ; আর সেই শর্ত হলো- ওই যাত্রী সউদী সরকারের অনুমোদিত টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন কি না। ওই যাত্রী যদি এই শর্ত পূরণে সক্ষম হন, তাহলে সউদীতে প্রবেশের পর তাকে অন্তত ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাত দিন পর টেস্টে যদি তিনি নেগেটিভ শনাক্ত হন, তাহলেই শেষ হবে কোয়ারেন্টাইনের মেয়াদ।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভ্রমণ নীতিমালায় যুক্ত নতুন শর্তগুলোর পাশাপাশি সংক্রমণ এড়াতে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে সউদী সরকার। সূত্র: গালফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ