Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুটপাট ছাড়া কিছুই ভাবেন না আ.লীগের নেতাকর্মীরা : বনানী কার্যালয়ে জাপা মহাসচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আওয়ামী লীগ নেতা-কর্মীরা এমনভাবে লুটপাট করছে যাতে আগামী ২০-৩০ বছরে তাদের আর অভাব হবে না। আওয়ামী লীগ কর্মীরা লুটতরাজ ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় বনানী কার্যালয় মিলনায়তনে দলের এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি লুটতরাজ করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি শুধু মুক্তি চাই-মুক্তি চাই বলে চিৎকার করছে। কিন্তু দেশের মানুষের দুর্দশার কথা এই দুটি দল ভাবছে না। সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। মানুষের কাজ নেই, ঘরে ঘরে কয়েক কোটি বেকার দুর্বিষহ জীবন যাপন করছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির সভাপতিত্বে ফেনী জেলা জাতীয় পার্টি নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় মুজিবুল হক চুন্নু এমপি বলেন, জাতীয় পার্টি কোন জোট নিয়ে ভাবছে না। আগামী জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনেই প্রার্থীতা চ‚ড়ান্ত করার কাজ করছে। জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে। দেশ ও দেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন করতেই জাতীয় পার্টির রাজনীতি।

লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তারা আগামী নির্বাচনে পল্লীবন্ধু এরশাদের লাঙ্গলে ভোট দিতে অপেক্ষা করছেন। ফেনী জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির ফেনি জেলা আহŸায়ক মোতাহেল হোসেন চৌধুরী রাশেদ, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভ‚ঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মো. জসীম উদ্দিন ভ‚ঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান প্রমূখ।

 



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১:২০ এএম says : 0
    দালাল পাটি একেক সময় একেক কথা বলেন,দালাল পাটি অবশ্যই জানেন ,আননের কাপড়ের নিছে থাকতে হবে তাদের এই জন্য এরা বর্তমান নতুন প্রহসনের নির্বাচন কমিশন কে সাপোর্ট করেছেন,এরা জানে এই নির্বাচন কমিশন একটি দলীয় নির্বাচন কমিশন,জনগণের নির্বাচিত নয়,জাতীয় পার্টির দালালি এখন জনগণ বুঝতে পেরেছেন,উপরে উপরে মামাদের বিরুদ্ধে কথা বলবে ,আর গোপনে গোপনে মামাদের কাপড়ের নিছে গিয়ে মধু পান করবেন,এই জাতীয় পার্টি আওয়ামী লীগের ভাগিনা হিসাবে পরিচিত,সবাই এখন জানেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ